নিচের নির্দেশাবলী অনুসরণ করুনঃ

1. আপনার কোলনোস্কোপি,এন্ডোস্কোপি অথবা অন্য যেকোন মেডিকেল রেকর্ড সাথে থাকলে যদি ডাক্তারকে দেখাতে আগ্রহি হ'ন তাহলে সঙ্গে নিয়ে আসুন।

2. আপনার ইমেইলে প্রেরিত অনলাইন টিকিট প্রদর্শনপুর্বক বহির্বিভাগে উপস্থিত হয়ে  চিকিৎসাসেবা গ্রহন করতে হবে।

3. প্রতিদিন সকাল ০৮:০০ টা থেকে পরবর্তী কর্মদিবসের জন্যে (বহির্বিভাগ খোলা থাকা সাপেক্ষে) অনলাইন এ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে এবং অনলাইনের জন্য বরাদ্দকৃত সংখ্যা শেষ হওয়া পর্যন্ত এ্যাপয়েন্টমেন্ট নেয়া যাবে।

উল্লেখ্য যে, অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। প্রথম মাসের অভিজ্ঞতা এবং ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শের আলোকে এই পদ্ধতিটি নিয়মিত আধুনিকায়ন করা হবে।

অগ্রাধিকারের তালিকাটি হবে নিম্নরূপঃ
১) বিশেষজ্ঞ টেলি-হেলথলাইন
২) অনলাইন অ্যাপয়েন্টমেন্ট
৩) সরাসরি আগত
 

বিশেষ দ্রষ্টব্যঃ অনলাইন টিকিটধারিগণ সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ৬ নম্বর কাউন্টারে সরকার নির্ধারিত টিকিট ফি ১০ টাকা জমা প্রদান করে বহির্বভাগে ২০৮ নম্বর রুমে পরামর্শ নিতে পারবেন। 

সাক্ষাৎকারের তারিখ ও  সময় শুধুমাত্র মুদ্রিত  তারিখের জন্য কার্যকর থাকবে।

অ্যাপয়েন্টমেন্ট ফর্ম

 
বয়সঃ * (ইংরেজি সংখ্যায়)
 

যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের কল করুন 02-41080541-5